বর্তমান মুসলিম সমাজে মারাত্মক ভ্রান্ত ধারণা:
বর্তমান মুসলিম সমাজে এমন সব মারাত্মক ধারণা রযেছে যা খুবই উদ্বেগজনক। নিম্নে তার কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরা হলো:
০১. আংশিক ইসলামকেই অনেক মুসলিম পূর্ণাঙ্গ ইসলাম মনে করে
০২. ইসলামের জীবন বিধান সম্পর্কে অনেক মুসলিমেরই স্বচ্ছ ধারণা নেই।
০৩. ইসলাম ও জাহিলিয়্যাতের মৌলিক পার্থক্যটুকুও অনেক মুসলিম বুঝে না।
০৪. ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞান রাখে বাস্তব জীবনে অনেক মুসলিম ততটুকুও অনুশীলন করে না।
০৫. এমন বহু লোক রয়েছে যার শারী’আহ’র খুঁটিনাটি বিষয়ের মতপার্থক্যকে অনেক বড় করে দেখে উম্মাহর সংহতি বিনষ্ট করে চলেছে।
০৬.অনেক মুসলিম রয়েছে যারা আখিরাতের ক্ষতির তুলনায় দুনিয়ার ক্ষতিকে বড় করে দেখে।
০৭. এমন বহু মুসলিম রয়েছে যারা ইসলামী অনুশাসনগুলোকে এ যুগে অচল মনে করে।
০৮. অনেক মুসলিম মনে করে যৌবনে হারাম হালালের তোয়াক্কা না করে দুনিয়ার স্বাদ উপভোগ করে বৃদ্ধাবস্থায় তাওবাহ করলেই আখিরাতে নাযাত পাওয়া যাবে।
০৯. অনেক মুসলিম মনে করে যে, মাঝে মধ্যে বুযুর্গ ব্যক্তির নিকট গিয়ে দু’আ হাসিল করলেই আখিরাতে নাযাত পাওয়া যাবে। ( অর্থাত তারা মনে করে যে, নিজে কষ্ট করে ইসলামের অনুশীলন করার প্রয়োজন নেই।)।
১০. অনেক মুসলিম নামধারী রয়েছে যারা কোন জীবিত কিংবা মৃত ব্যক্তির প্রতি এমনভাবে ভক্তির শ্রদ্ধা প্রদর্শন করে যা পূজার পর্যায়ে পড়ে।
১১. অনেক মুসলিম বহুবিধ কুসংস্কারে আকন্ঠ নিমজ্জিত
১২. সমাজে এমন অনেক নামধারী মুসলিম রয়েছে যারা ইসলামের প্রতি বৈরী মনোভাব পোষণ করে এবং ইসলামের প্রতি কটাক্ষ করে বক্তব্য রাখে ও লেখালেখি করে।
১৩. মুসলিম সমাজে এমন বহু লোক রয়েছে যারা ইসলামের রাজনীতি,অর্থনীতি,শিক্ষা, কৃষ্টি ও আইন কানুনের উপর ইউরোপ-আমেরিকার রাজনীতি,অর্থনীতি,শিক্ষা, কৃষ্টি ও আইন-কানুনকে প্রাধান্য দিয়ে থাকে।
এ ভ্রান্ত ধারণা সমূহ শুধরিয়ে দেয়ার জন্য কি আমাদের কোন দায়িত্ব নেই ?